শিরোনাম

নতুন ভূমিকায় স্পিন জাদুকর শেন ওয়ার্ন

ক্রীড়া ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: আগস্ট ১০, ২০১৯ ১৩:১৬

image ক্রিকেট ছাড়তে না ছাড়তেই কোচিংয়ে হাতেখড়ি কয়েছিল অসি স্পিন জাদুকর শেন ওয়ার্নের। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই ক্রিকেটার কাম কোচ হিসেবে রাজস্থান রয়্যালসকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এরপর ২০১১ সাল পর্যন্ত এই দলের কোচের ভুমিকায় দেখা যায় তাকে।

এরপর দীর্ঘ সময় পার হয়ে গেছে। শেন ওয়ার্নকে আর কোচের ভূমিকায় দেখা যায়নি। দীর্ঘ আট বছর পর আবারও কোচ হতে যাচ্ছেন ওয়ার্ন। এবার ইংল্যান্ডের নতুন ফর্ম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডস’-এ তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লর্ডস কেন্দ্রীক ফ্রাঞ্চাইজির।

দলটির নাম এখনও ঠিক হয়নি। তবে পুরুষ ও নারী, উভয় দলের হেড কোচ চূড়ান্ত হয়ে গেছে। ওয়ার্ন দায়িত্ব নিচ্ছেন ছেলেদের দলের। লর্ডস ফ্রাঞ্চাইজির নারী দলের প্রধান কোচ হচ্ছেন, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক প্রধান কোচ লিজা কেইটলি।

দ্য হান্ড্রেডস- কোচ হিসাবে ওয়ার্ন যোগ দিলেন সাবেক দুই অসি সতীর্থর সঙ্গে। সাইমন ক্যাটিচ এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই ইসিবি’র এই নতুন টুর্নামেন্টে কোচিং করানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ক্যাটিচ কোচ হচ্ছেন ম্যানচেস্টার ফ্রাঞ্চাইজির। ম্যাকডোনাল্ড দায়িত্ব নিচ্ছেন বার্মিংহ্যামের।

শেন ওয়ার্নের নতুন দলটি গঠন করা হবে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি), মিডলসেক্স, এসেক্স এবং নর্দাম্পটনশায়ারের সমন্বয়ে। এই দলগুলো থেকে ক্রিকেটার নিয়েই গঠন করা হবে লর্ডসের ফ্রাঞ্চাইজিটি।

নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করে রীতিমত উত্তেজিত ওয়ার্ন। তিনি বলেন, ‘নতুন টুর্নামেন্টে লর্ডস ভিত্তিক দলের হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়ে গর্বিত মনে হচ্ছে নিজেকে। সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্টে আধুনিক ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ মিলছে। এটা সত্যিই রোমাঞ্চকর বিষয়। আমি এমনই সুযোগের অপেক্ষায় ছিলাম। আশা করি নতুন এই চ্যালেঞ্জ বেশ উপভোগ্য হবে এবং লর্ডসের সমর্থকদের প্রচুর আনন্দ উপহার দিতে পারব।’

ওয়ার্ন আরও বলেন, ‘ক্রিকেট যখনই কোনও মোড় নিয়েছে, আমি সামনে থাকার চেষ্টা করেছি। ঠিক যেমনটা আইপিএল শুরু হওয়ার সময় আমার মনে হয়েছিল। একদম নতুন একটা টুর্নামেন্ট আইপিএলে রাজস্থানের দায়িত্ব নিয়ে ছিলাম ক্যাপ্টেন ও কোচ হিসেবে। শুরুতেই আমরা চ্যাম্পিয়ন হই। দ্য হান্ড্রেডসও একটা নতুন টুর্নামেন্ট। এই ফর্ম্যাটটা আমার মনে ধরেছে। নিশ্চিতভাবেই অত্যন্ত উত্তেজক রূপ নিতে চলেছে এই টুর্নামেন্টে। তাই আরও একবার চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম।’

অন্যদিকে লিজা কেইটলি এই টুর্নামেন্টের একমাত্র নারী কোচ। লর্ডস ক্রিকেট ফ্রাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার আগে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলকে কোচিং করিয়েছেন। এছাড়া নারী বিগ ব্যাশ লিগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কোর্চার্স দলের কোচ ছিলেন তিনি।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image