শিরোনাম

এবার রাঘব বোয়াল ধরবে দুদক

ডেস্ক রিপোর্ট জাগরণ ডট নিউজ

আপডেট: আগস্ট ১০, ২০১৯ ১৭:২৬

image নতুন পদ্ধতিতে দক্ষতা ও সতর্কতা বাড়াচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে এবার রাঘব বোয়াল ধরা সহজ হবে হবে দুদকের।

সূত্র জানায়, দুর্নীতি মামলায় আগের তুলনায় এখন ফাইনাল রিপোর্টের সংখ্যা কমছে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান পর্যায়ে দক্ষতা ও সতর্কতা অবলম্বনের কারণে মামলা দায়েরের পর বেশিরভাগ ক্ষেত্রে অকাট্য তথ্য-উপাত্ত থাকায় ফাইনাল রিপোর্টের সংখ্যা কমছে।

দুদকের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে ৪৮টি। গেল বছর ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল ১৩৭টি। ২০১৭ সালে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল ৩১৯টি। আর ২০১৬ সালে ফাইনাল রিপোর্টের সংখ্যা ছিল ৫০০টি। অর্থাৎ প্রতিবছর ধারাবাহিকভাবে ফাইনাল রিপোর্টের সংখ্যা কমছে।

এ ব্যাপারে দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের অনুসন্ধান ও তদন্তসহ সব পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কমিশন সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। অনুসন্ধান কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ায় চার্জশিটের সংখ্যা বেড়েছে। ফাইনাল রিপোর্ট যেমন ইতিবাচকভাবে কমেছে। তেমনি আদালতে দুদকের মামলা খারিজ ও আসামি খালাসের রায়ের সংখ্যাও কমেছে। সাজার হার বৃদ্ধি পাওয়ায় দুদক তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছে।

দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ৬ মাসে দুদক মামলা দায়ের করেছে ১২৮টি। চার্জশিট হয়েছে ১৯৬টি এবং ফাইনাল রিপোর্ট ৪৮টি। গেল বছর মামলা দায়ের ২১৮টি, চার্জশিট ১৯৬টি এবং ফাইনাল রিপোর্ট ১৩৭টি। এর আগের বছরগুলোতে জমে থাকা বিপুল সংখ্যক পেন্ডিং থাকা মামলার তদন্তকাজ সম্পন্ন হয়। এর প্রেক্ষাপটে ২০১৭ সালে মামলা দায়ের স্বাভাবিক হলেও চার্জশিট ও ফাইনাল রিপোর্ট বেশি হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে মামলা দায়ের করা হয় ২৭৩, চার্জশিট দেওয়া হয় ৩৮২টি ও ফাইনাল রিপোর্ট দেওয়া হয় ৩১৯টি। ২০১৬ সালে মামলা হয় ৩৫৯, চার্জশিট দেওয়া হয় ৫০৫, ফাইনাল রিপোর্ট ৫০০। ২০১৫ সালে মামলা ৫২৭, চার্জশিট ৬১৪, ফাইনাল রিপোর্ট ৫৯৮। ২০১৪ সালে মামলা ৩৩৩, চার্জশিট ৪৮৪, ফাইনাল রিপোর্ট ৪৯৯। ২০১৩ সালে মামলা ৩৫০, চার্জশিট ৫১৭, ফাইনাল রিপোর্ট ৪০৯। ২০১২ সালে মামলা ৫২১, চার্জশিট ৫৮৮, ফাইনাল রিপোর্ট ৩৮২। ২০১১ সালে মামলা ৩৬৬, চার্জশিট ৬১৬, ফাইনাল রিপোর্ট ২৯৯। ২০১০ সালে মমলা ২৭৩, চার্জশিট ৫৩৬,ফাইনাল রিপোর্ট ২৮৫।

২০০৯ সালে মামলা ২৩৪, চার্জশিট ৪৭৫, ফাইনাল রিপোর্ট ২৬২। ২০০৮ সালে সর্বাধিক মামলা হয়। এই বছর মামলা দায়ের করা হয় ৯৭৯টি, চার্জশিট ৩৯৭ এবং ফাইনাল রিপোর্ট ১৯৭টি। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনে দেশে জরুরি অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের সময়েই মূলত হঠাৎ সক্রিয় হয় দুদক। এ বছর মামলা দায়ের হয় ৭০১টি, চার্জশিট দেওয়া হয় ১৭০টি এবং ফাইনাল রিপোর্ট দেওয়া হয় ৮০টি।

২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্তির মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হলেও ওই বছর দুদক কোনো কার্যক্রম চালাতে পারেনি। তবে ২০০৫ সালে মামলা হয় ২৩টি, চার্জশিট ১৩ এবং ফাইনাল রিপোর্ট দেওয়া হয় ১০টি। ২০০৬ সালে মামলা হয় ৮৮টি, চার্জশিট ৪৭টি এবং ফাইনাল রিপোর্ট দেওয়া হয় ৪০টি।

২০০৭ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় হঠাৎ সক্রিয় দুদক তড়িঘড়ি মামলা দায়ের করে দ্রুততম সময়ে চার্জশিট দেয়। এসব মামলায় দ্রুততম সময়ে ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আসামির সাজা ঘোষণা হয়। তবে, হাইকোর্টের বিচারে অনেক মামলাতেই তদন্তে ত্রুটি, দুর্বল চার্জশিট অথবা কার্যকর সাক্ষীর অনুপস্থিতির বিষয়টি উঠে আসে। এ কারণে ধারাবাহিকভাবে কয়েকবছর শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মামলা খারিজ, আসামি খালাসের রায় হয়েছে। কিন্তু বর্তমানে দুদকের পক্ষে রায়ের সংখ্যা অনেক বেড়েছে।

image
image

রিলেটেড নিউজ


চলন্ত ট্রেনে দুজনকে কুপিয়ে হত্যা ‘ডাকাতিতে বাধা দেওয়ায়’: র‌্যাব

ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিস্তারিত


গোলাপীর হাত-পা বেঁধে নির্জন চরে ফেলে এলেন স্বামী!

সিরাজগঞ্জের কাজিপুরে নিজের স্ত্রীকে হাত-পা বেঁধে নির্জন চরের কাশবনে ফেলে দিয়েছেন বিস্তারিত


নোয়াখালীতে প্রকাশ্যে গুলি ছোড়া ছাত্রলীগ নেতাসহ চার অস্ত্রধারী গ্রেপ্তার

নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার সময় অস্ত্র উঁচিয়ে গুলি বিস্তারিত


সিআইডির বরখাস্ত এসআই আকসাদুর ডাকাতির মামলায় গ্রেপ্তার

ঢাকার বিমানবন্দর এলাকায় গত বছর একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিআইডির বিস্তারিত


মাকে নির্যাতন, ‘ছেলের দায়ের কোপে’ প্রাণ গেল বাবার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে নির্যাতন করায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন বলে বিস্তারিত


একটি চক্রই ছিনতাই করেছে শতাধিক গাড়ি! 

নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের মূল হোতাসহ পাঁচ বিস্তারিত


অন্যের ছবি দেখিয়ে পাত্রী চাই বিজ্ঞাপন, যুবক গ্রেফতার

র‌্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেডের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমনের ছবি ব্যবহার বিস্তারিত


স্বামীকে খুন করলেন নিজেই, সংবাদ সম্মেলনে চাইলেন বিচfর

প্রায় পাঁচ মাস আগে (২৭ মার্চ) নিজ কক্ষে এক ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বিস্তারিত


পাবজি, ফ্রি ফায়ার বন্ধে বিটিআরসির কার্যক্রম শুরু

পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস দেশে বন্ধ করতে কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image