শিরোনাম

দুর্নীতির তদন্তে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় জাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯ ২০:০১

image জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে ছাত্রলীগকে কোটি টাকা কমিশন দেয়ার অভিযোগের তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পৃক্ততায় গত রাতে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল দাবি করে আলোচনায় অংশ নেননি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন। বুধবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত আলোচনা শুরু হয়।

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং শাখা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের ফোনালাপ এবং শাখা ছাত্রলীগের একাধিক নেতার স্বীকারোক্তিতে দুর্নীতির বিষয়টি অনেকটাই স্পষ্ট বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তাই এ আলোচনা থেকে প্রশাসনের ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন তারা।

আলোচনায় অংশ নেয়ার আগে আন্দোলনকারী নেতা জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় সত্যের দ্বারপ্রান্তে। অনেকেই প্রকাশ্যে স্বীকার করছেন তারা টাকার ভাগ পেয়েছেন। আমরা চাই এ বিষয়ে রাষ্ট্র তদন্ত করুক। আর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ফৌজদারি বিধিতে বিচার হোক। আর তদন্ত চলাকালীন সময়ে উপাচার্যকে পদ থেকে অব্যাহতি নিতে হবে। এছাড়া বৈঠকের পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ও অপরিকল্পনার অভিযোগে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। এরই মধ্যে আন্দোলনের মুখে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসতে বাধ্য হন। গত ১২ সেপ্টেম্বরের আলোচনায় দুর্নীতির তদন্তের বিষয়টিতে সিদ্ধান্তে সময় নিয়ে বাকি দুটি দাবি মেনে নেয় প্রশাসন। দুর্নীতির তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার পর্যন্ত (তিন কার্য দিবস) সময় নেয় প্রশাসন। সেই অনুযায়ী পূর্ব নির্ধারিত আলোচনা শুরু হচ্ছে।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী নাসির উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) আহসান হাবিব অংশ নিয়েছেন।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক খবির উদ্দিন, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, রায়হান রাইন, এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, তারেক রেজা প্রমুখ।

আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ মোজাম্মেল, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, কার্যকরী সদস্য রাকিবুল রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, সাধারণ সম্পাদক সুদীপ্ত দে এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার মুখপাত্র খান মুনতাসির আরমান, আহ্বায়ক শাকিল উজ্জামান, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির ও আরিফুল ইসলাম আলোচনায় অংশ নিয়েছেন।

এদিকে গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী প্রায় সাত জন শিক্ষকের মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেনের মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা। এ ঘটনার প্রতিবাদে আজকের বৈঠক বর্জন করেছেন তিনি।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, আমি একটা দায়িত্বশীল পদে রয়েছি। কিন্তু গতকাল রাতে প্রায় সাড়ে চার ঘণ্টা আমার ফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছি। তাই এর প্রতিবাদে আমি আজকের বৈঠকে যাইনি, যা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবহিত করেছি।

image
image

রিলেটেড নিউজ


বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। পঞ্চম শ্রেণির একজন এবং দশম বিস্তারিত


সন্তানদের স্কুলে পাঠাতে ‘মানসিকভাবে প্রস্তুত নন’ অভিভাবকরা

করোনা মহামারির এই সময়ে ভ্যাকসিন ছাড়া এবং স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার বিস্তারিত


প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস, আসছে মৌলিক রুটিন

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর করোনা মহামারি পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর বিস্তারিত


'সংক্রমণ বাড়লে আবারো স্কুল-কলেজ বন্ধের পরামর্শ দেওয়া হবে'

দেশে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধের পরামর্শ দেওয়া হবে জানিয়েছেন বিস্তারিত


এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিস্তারিত


বিশ্ববিদ্যালয় খুললেই একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিস্তারিত


চবি ছাত্রের বিরুদ্ধে কলেজছাত্র অপহরণের অভিযোগ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শহিদুল ইসলামের বিস্তারিত


১৭ অক্টোবর থেকে খুলছে বিশ্ববিদ্যালয়

আগামী ১৭ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা বিস্তারিত


টিকা কার্যক্রম দেখে পহেলা অক্টোবর খুলবে ঢাবির হল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): টিকা কার্যক্রম দেখে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image