শিরোনাম

কিশোর গ্যাং’র হাতে দুই খুন, মাঠে নেমেছে পুলিশ ও র‌্যাব

খুলনা প্রতিনিধি জাগরণ ডট নিউজ

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৪:৫৫

image খুলনায় ইভটিজিং কিংবা মহল্লাভিত্তিক বখাটেপনা নয়, কিশোররা গ্রুপ তৈরি করে পরিকল্পিত হত্যায় অংশ নিচ্ছে। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অনেকে জড়িয়ে পড়ছে অপরাধী চক্রের সঙ্গে। ঘটাচ্ছে ভয়ঙ্কর সব অপরাধ। গত মঙ্গল ও বৃহস্পতিবার খুলনায় পৃথক দুটি হত্যাকাণ্ডের পর ফের আলোচনা উঠে এসেছে কিশোর গ্যাংয়ের বিষয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনদুপুরে এ দুটি হত্যাকাণ্ডে অংশ নেয় কিশোররা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতসহ কিশোর অপরাধীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ ও র‌্যাব।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা পৌনে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণি এলাকায় সুজুকি মোটরসাইকেল শো-রুমের সামনে মহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. সাগর (১৯) ও আশিক (১৯) নামের দুই আসামিকে আটক করে পুলিশ। পরবর্তীতে বুধবার মহানগর হাকিম আতিকুস সামাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ওই দুই তরুণ।

তারা বলেন, গল্লামারী লিনিয়র পার্কে তুচ্ছ ঘটনা নিয়ে সুমন ও মাসুমকে চর থাপ্পর মেরেছিল মহিদুল ইসলাম। সেই মারপিটের প্রতিশোধ নিতে গিয়ে মো. সাগর ও আশিককে নিয়ে হামলা চালায় সুমন ও মাসুম। হত্যার উদ্দেশ্য না থাকলেও ছুরিকাঘাতে খুন হয় মহিদুল।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে খুলনার রূপসা বাগমারা এলাকায় গুপ্তির (দুই দিকে ধারালো ছুরি) আঘাতে সারজিল ইসলাম সংগ্রাম (২৬) নামের এক যুবক নিহত হন। তিনি ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে সংগ্রামের একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের লিডার রাহাতের সঙ্গে দ্বন্দ্ব হয়। এই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত সংগ্রামের বাবা মুজিবুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের গুপ্তির আঘাতে সারজিল ইসলাম সংগ্রাম নিহত হন। বামপাশে হার্টের ওপর গুপ্তির আঘাত করা হয়। তিনি অভিযোগ করে বলেন, সংগ্রাম মৃত্যুর আগে তার ওপর গুপ্তির আঘাতকারীদের নাম বলে গেছে। তারা হলো, গ্যাং লিডার রাহাত, অমিত, সাজু ওরফে সাধু ও সোহেল। সঙ্গে আরও দুইজন ছিল যাদের নাম বলার আগেই সংগ্রাম মারা যায়।

শুধু এ হত্যাকাণ্ড দুটিই না। গত কয়েক মাসে খুলনায় ধর্ষণ, খুন, ব্লাকমেইলিং ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের কয়েকটি ঘটনায় কিশোর অপরাধীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিকল্পনার অভাবে কিশোর গ্যাং বেড়ে উঠছে। কিছু ব্যক্তি (গডফাদার) তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কিশোরদের ব্যবহার করছে। ফলে অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। এজন্য এসব গ্যাং বেড়ে ওঠার আগেই তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে কিশোর অপরাধ অনেকাংশে কমে আসবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, খুলনা মহানগরীতে যাতে কিশোর গ্যাং গড়ে উঠতে না পারে এ জন্য মহানগর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে এলাকাভিত্তিক উঠান বৈঠক করে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। আর যে কোনো ঘটনা ঘটলে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।

image
image

রিলেটেড নিউজ


পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ! ৩৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা বিস্তারিত


মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিস্তারিত


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন বিস্তারিত


হাওর দেখতে যাচ্ছিলেন বন্ধুরা, ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত বিস্তারিত


রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, আখাউড়ায় নারীর ভয়ঙ্কর পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিস্তারিত


ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ

গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে বিস্তারিত


অবৈধ সম্পর্কে স্বামী, ছেলেসহ আত্মহনন শেফালীর!

নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে ছেলেসহ স্ত্রী আত্মহনন করেছেন বলে জানা গেছে। বিস্তারিত


সাগরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে বিস্তারিত


হানিফ ফ্লাইওভারে ল্যাম্পপোস্টে বাইকের ধাক্কা, নিহত ২

রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image