শিরোনাম
পঞ্চগড় প্রতিনিধি জাগরণ ডট নিউজ
আপডেট: অক্টোবর ৮, ২০১৯ ২২:১৫
পঞ্চগড়ের বোদায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে বর-কনেসহ আমন্ত্রিত ৭০ জন অতিথি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর থেকে অসুস্থদের হাসপাতালে নেওয়া শুরু হয়েছে। খাবারের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের ধারণা।
স্থানীয়রা জানান, ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলামের সাথে একই ইউনিয়নের কাদেরপুর এলাকার আমিরুল ইসলামের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয়। সোমবার মাজেদুলের বাড়িতে বৌভাতের আয়োজন ছিল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর বাড়ি ফিরে রাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়া,বমি, পেট ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে রাতভর কষ্ট করেন অর্ধশতাধিক ব্যক্তি। অসুস্থ্যতার মাত্রা বেড়ে গেলে মঙ্গলবার দুপুর থেকে তাদের হাসপাতালে ভর্তি করা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। তবে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জাহিদ হাসান বলেন, রোগীদের লক্ষণ দেখে আমরা মনে করছি খাবারে পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ্য পড়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজ খবর নিতে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।
এদিকে বরের বাবা সিরাজুল ইসলাম বলেন, সোমবার সুন্দরভাবেই বৌভাতের আয়োজন শেষ হয়। এরপর গভীর রাত থেকে এক এক করে অসুস্থ্য হওয়ার খবর আসতে থাকে। এমনকি আমাদের পরিবারের লোকজন, বর-কনেসহ সবাই অসুস্থ্য হয়ে পড়েছে। সকলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। জানিনা কি করে এই ঘটনা ঘটলো।
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা বিস্তারিত
মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিস্তারিত
কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন বিস্তারিত
দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিস্তারিত
গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে বিস্তারিত
নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে ছেলেসহ স্ত্রী আত্মহনন করেছেন বলে জানা গেছে। বিস্তারিত
কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে বিস্তারিত
রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited