শিরোনাম

মুদ্রাপাচারে জড়িত অপরাধীরা শনাক্ত!

বাণিজ্য ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ৬, ২০১৯ ১৭:৩৬

image

মুদ্রা পাচারে জড়িত অন্ত এক ডজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে।  গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।  আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুদ্রাপাচারকারী এসব অপরাধীদের গতিবিধির উপর নজর রাখছে।  

জানা গেছে, আন্তঃদেশীয় যোগসূত্র সৃষ্টি করে একটি মাফিয়া চক্র বাংলাদেশে মুদ্রাপাচারে সক্রিয় হয়ে উঠে।  নজরদারির মাধ্যমে তাদেরকে গোয়েন্দা জালে রাখা হয়েছে।  অবশ্য গোয়েন্দাদের ব্ল্যাক লিস্টে তাদের নাম আগেও ছিল।  কয়েকজন গ্রেফতারও হয়েছিল।  জামিন নিয়ে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও র‌্যাবের গোয়েন্দা সূত্র জানায়, ঢাকাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অপরাধীরা মুদ্রাপাচার করে থাকে।  মাফিয়া চক্রের কাছে ঢাকা এক ধরনের ‘মধুময় রুট’।  এখানে সহজেই আত্মগোপনে থাকা যায়।  বিশেষ করে পাকিস্তানি একটি গ্রুপ অপরাধীদের নিরাপদ আশ্রয় দেয়।

সূত্রমতে, আন্তর্জাতিক মুদ্রাপাচার চক্রের গডফাদার হলেন সুমন।  আন্ডার ওয়ার্ল্ডের সবাই তাকে এ নামেই চেনে।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে দুইবার গ্রেফতার করেছিল।  ঢাকার বাইরে দিল্লি, দুবাই ও ব্যাংককে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।  এসব দেশে তিনি ‘আলী’ নামে পরিচিত।  তার পুরো নাম সুমন আলী।  তিনি চালাক সুমন নামেও পরিচিত।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের একটি সূত্র জানায়, রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দুই তরুণী ধর্ষণের ঘটনার পর চোরাচালানবিরোধী অভিযানে সুমন আলীর নাম আসে।  তার নাম শুধু মুদ্রাপাচারের সঙ্গে জড়িত নয়, স্বর্ণের চোরাচালানের সঙ্গেও তার নাম জড়িত।  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গোয়েন্দা তালিকায় সুমন কালো তালিকাভুক্ত।  সিআইডির এক কর্মকর্তা বলেন- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দুবাই, থাইল্যান্ড ও মালয়েশিয়াকেন্দ্রিক জালিয়াত চক্রের ১০ থেকে ১২ জন অপরাধীকে শনাক্ত করা গেছে।

বিভিন্ন স্থানে এখন তারা ঘাঁপটি মেরে আছে।  এ চক্রের অন্যতম জালিয়াত সুমন। তিনি এতটাই চতুর যে, তাকে এ জন্য চালাক সুমন বলা হয়।  সম্প্রতি এক আসামির কাছ থেকে সুমনসহ তার সিন্ডিকেট সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।  এ থেকে জানা গেছে, প্রায় এক ডজন অপরাধী মুদ্রাপাচারে জড়িত।  যারা ঢাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে যাচ্ছে। তাদের কৌশলও ভিন্ন।

সূত্রমতে, আন্তর্জাতিক মুদ্রাপাচার চক্রের সদস্যরা ১৫ বছর ধরে অপকর্ম করছে।  ঢাকা-দুবাই-ব্যাংকক চক্রে জহির মিয়া ও আলী নেওয়াজ, ঢাকা-কুয়ালালামপুর চক্রে মাহাতাব ও আলাউদ্দিন, ঢাকা-কলকাতা-দিল্লি চক্রে সাজু ও দানেশ এবং ঢাকা-ইসলামাবাদ চক্রে মোহাম্মদ আলী, মজিদ নুরানী ও আফজাল মামুনের যোগসূত্র রয়েছে।  তারা সবাই রোমিং নম্বর ব্যবহার করে।  কেউ কেউ অ্যাপসভিত্তিক যোগাযোগ করে থাকে।  এ তালিকায় আমীর আলী, বকুল পাল ও ফরিদ মিয়ার নামও রয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম  সংবাদমাধ্যমকে জানান, মাফিয়া চক্রের সদস্যরা তাদের কৌশল বদলে অপরাধ করছে।  তারা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে মুদ্রাপাচার ও স্বর্ণ পাচারসহ জালিয়াতি করছে।  তারা যত কৌশলই অবলম্বন করুক না কেন গোয়েন্দা জালে তাদের ধরা পড়তেই হবে।  সূত্র: যুগান্তর

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image