শিরোনাম

শঙ্কায় জিএম কাদের নেই রওশন

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: অক্টোবর ২৬, ২০১৯ ১৮:০২

image

দেশে গত এক মাসের বেশি সময় ধরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জাতীয় কোনো ইস্যুতেই বিরোধী দলকে ও দলের নেতার কোনো কার্যক্রম জনগণের দৃষ্টি গোচর হচ্ছেনা। 

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট, মহানবিকে (দ.) নিয়ে ফেসবুকে কটূক্তিকে কেন্দ্র করে ভোলায় হতাহতের ঘটনা, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের পিটিয়ে হত্যা,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে চুক্তি-সমঝোতা স্বাক্ষর,চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান-টেন্ডারবাজি-ক্যাসিনো। এতগুলো ইস্যু কিন্তু বিরোধীদল নিশ্চুপ।

নিন্দা, প্রতিবাদ কিংবা সমর্থন জানিয়েও তিনি কোনো বক্তব্য-বিবৃতি দেননি। দলীয় কোনো কার্যক্রমেও তাকে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে কোনো কিছুতেই নেই বিরোধীদলীয় নেতা। এ নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, খোদ জাতীয় পার্টির (জাপা) ভেতরেও দলীয় নেতাকর্মীরা নিজেদের আড্ডা-আলোচনায় প্রশ্ন তুলছেন।

অন্যদিকে আগামী ২৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে অঙ্গ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে গোছানোর কাজ করছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি মতবিনিময় করছেন।

এর মধ্যেও কাউন্সিলে ‘চেয়ারম্যান’ পদ ধরে রাখতে পারা নিয়ে এক ধরনের শঙ্কা তাড়া করছে তাকে। কারণ কাউন্সিলকে সামনে রেখে দলের নিয়ন্ত্রণ ও নেতৃত্বের প্রশ্নে জাপার ভেতরে নতুন করে দ্বন্দ্ব-বিবাদ দানা বাঁধছে।

দেশে যে একজন বিরোধীদলীয় নেতা রয়েছেন, সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপটে সেটি অনুপস্থিত। শুধু সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ, বাজেট আলোচনা ও রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে বক্তব্য রাখা এবং রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখা ছাড়া বিরোধীদলীয় নেতার আর কোনো কার্যক্রম দৃশ্যমান নয়।

এদিকে এইচ এম এরশাদের মৃত্যুর পর জাপার নিয়ন্ত্রণ ও নেতৃত্বের প্রশ্নে রওশন এরশাদ ও জি এম কাদেরের অনুসারী পৃথক দুটি বলয়ের মধ্যে বিরোধ সম্প্রতি তুঙ্গে ওঠে। একপর্যায়ে রওশনকে দলের পালটা চেয়ারম্যান ঘোষণা করা হলে দল ভাঙনের মুখে পড়তে গিয়েও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যরাতের সমঝোতায় সেই দফায় দল আবারও টুকরো হওয়া থেকে রক্ষা পায়। 

জাপার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সমঝোতা অনুযায়ী দলের কাউন্সিল পর্যন্ত জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন’—এই বাক্যটির মধ্যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে। 

দুই পক্ষের সমঝোতা অনুযায়ী রওশন এরশাদ সংসদের বিরোধীদলীয় নেতা এবং জি এম কাদের দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা হলেও দলটিতে দেবর-ভাবীকে ঘিরে গড়ে ওঠা দুটি বলয়ের মধ্যে বিবাদরেখা এখনও বিদ্যমান। 

প্রকাশ্য বিবাদ না থাকলেও পৃথক বলয়ে থাকা নেতারা আগের মতোই বিভাজিত। বরং রওশনের সঙ্গে বিরোধের সময় যারা জি এম কাদেরের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন তাদের অনেকেই বর্তমানে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়।

রওশন ও জি এম কাদেরের বলয়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলকে সামনে রেখে দলের একটি অংশের ভিন্ন পরিকল্পনাও রয়েছে। রওশনকে দলের চেয়ারম্যান, জি এম কাদেরকে সিনিয়র কো-চেয়ারম্যান ও রওশনপুত্র সাদ এরশাদকে কো-চেয়ারম্যান করার চিন্তা-ভাবনা নিয়ে নিজেদের মধ্যে মাঝে-মধ্যেই আলোচনা করছেন এই নেতারা।

তবে এই পরিকল্পনা সম্পর্কে জি এম কাদেরের অনুসারীরাও অবগত। ভিন্ন এই পরিকল্পনাকে বিবেচনায় রেখে কাদেরপন্থিরাও কাউন্সিলে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন।

যদিও জি এম কাদেরের দাবি, জাপা ভাঙবে না। জাপার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচিত হবে। জাপা হবে কর্মীদের দল, দুই-চার জন নেতার দল হবে না। তিনি জানান, কাউন্সিলের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image