শিরোনাম

ফুটবল: জিততে পারল না বার্সা

ক্রীড়া ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: নভেম্বর ৬, ২০১৯ ১৩:৫৪

image প্রথম লেগে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের বিপক্ষে ভাগ্যগুণে জিতেছিল বার্সেলোনা। প্রাগের পিটার ওলাইয়ানকা আত্মঘাতি গোলটি না করলে প্রথম দেখায়ও পয়েন্ট পেতে পারত তারা। তবে সেই আক্ষেপ মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ঘুচিয়েছে চেক দলটি। মেসি-গ্রিজমান-পিকেদের রুখে দিয়ে বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে লুইস সুয়ারেজের অভাব ভালোভাবেই বোধ করেছে বার্সা। তবে প্রশংসা করতে হবে প্রাগের গোলরক্ষক অন্দ্রেজ কোলারের। দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি ও সার্জি রবার্তোর খুব কাছ থেকে নেওয়া দারুণ দুটি শট রুখে দিয়েছেন। তাতে বার্সেলোনার মতো দলের বিপক্ষে ক্লিনশিট রাখার গর্ব নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তার দল। পেয়েছে মহামূল্যবান একটি পয়েন্টও।

অবশ্য ৩০ মিনিটের সময় এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পেয়েছিল প্রাগ। এ সময় পাল্টা আক্রমণে পিটার ওলাইয়ানকার পাস থেকে বল পেয়ে যান নিকোলাই স্টানসিউ। তিনি শটও নেন। কিন্তু তার নেওয়া শট সতীর্থ লুকাস মাসোপুস্টের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৫ মিনিটের মাথায় লিওনেল মেসির নিশ্চিত গোল ভাগ্যের শিকে ছিড়তে পারেনি।

এ সময় আর্জেন্টাইন তারকার নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসে। গোলটি হলে বিস্ময়কর গোলই হত। প্রথমার্ধের শেষ দিকে প্রাগ জালের নাগাল পেয়েছিল অবশ্য। কিন্তু অফসাইটের কারণে সেটি বাতিল হয়। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই। এ সময় দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়তে হয় মেসি-গ্রিজমান-পিকেদের।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের ধার বাড়ান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। তাতে ৮০ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি একের পর এক আক্রমণও শানায় তারা। কিন্তু প্রাগের গোলরক্ষক কোলার যে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে একবারের জন্যও ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

অবশ্য ড্র করলেও ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। তবে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ড পয়েন্টের ব্যবধান কমিয়েছে বার্সার সঙ্গে। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ডর্টুমুন্ড রয়েছে দ্বিতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তৃতীয় ও ২ পয়েন্ট নিয়ে প্রাগ রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image