শিরোনাম

ঈদে বাড়তি সতর্কতা নিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা

জাগরণ ডেস্কঃ জাগরণ ডট নিউজ

আপডেট: জুলাই ২৭, ২০২০ ২৩:৫৬

image জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে তাদের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, জঙ্গিবাদ আনেকটা দুর্বল হয়ে গেছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। তাদের নেটওর্য়াক ভেঙে গেছে। জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ।

তিনি বলেন, দেশ ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নূন্যতম কোনো আশঙ্কার সুযোগ আমরা রাখতে চাই না, সেই জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, অতীতে উৎসব বা উপলক্ষে কেন্দ্রিক হামলা আমরা দেখেছি। তাই, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে আমরা সকল উৎসব এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট সকল ইউনিটকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়ে থাকি। এবারও, তেমনটি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মোহাম্মদ আসলাম খান আজ বাসসকে জানান, জঙ্গিদের ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।

আমরা কখনো এটাকে ছোট করে দেখিনি এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, সামনে আসন্ন ঈদ ও আগস্ট মাস, সবকিছিু মাথায় রেখে অভিযান জোরদার করা হয়েছে।

জঙ্গিদের হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক থাকতে পুলিশের সব ইউনিটকে চিঠি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরাও চিঠি পেয়েছি, তবে আতংকিত হওয়ার কিছুই নেই। দেশে জঙ্গিদের নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল। ঈদের আগে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। তবে বড় ধরনের হামলার সক্ষমতা তাদের নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা আগে থেকে সতর্ক ছিলাম। এটা আমাদের নিয়মিত ডিউটি। জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত, এমনকি একজন জঙ্গি থাকলেও আমাদের অভিযান চলবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে- এমন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর।

জানা গেছে, দুইদিন আগে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনার সুযোগ কাজে লাগিয়ে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। আসন্ন ঈদের আগে কিংবা পড়ে তারা বড় ধরনের হামলা চালাতে পারে।

চিঠিতে সন্দেভাজনদের ওপর নজরদারি বাড়াতে, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বাসস

image
image

রিলেটেড নিউজ


হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিস্তারিত


তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদার খালাস

মন্ত্রীর ‘সুনাম ক্ষুণ্ণের’ অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় খালাস পেয়েছেন বিস্তারিত


৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, বিস্তারিত


রুয়েটের বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম (৫০) হত্যা মামলায় বিস্তারিত


সমঝোতায় রাজি দুই শিশুর বাবা-মা

শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান বিস্তারিত


দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং ও বিস্তারিত


পরীমনি-সাকলায়েনের ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে রিট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ বিস্তারিত


পা দিয়ে সিনহার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিস্তারিত


সিনহা হত্যা ওসি প্রদীপের নির্দেশে: আদালতে শারমিন

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের নির্দেশে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image