শিরোনাম

ভোজ্যতেল নিয়ে বিব্রত সরকার

সিনিয়র প্রতিবেদক: জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ২১, ২০২১ ১৭:৫৩

image

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে। সেই সঙ্গে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে। ইতোমধ্যে দেশের বাজারে ভোজ্যতেলের দাম অনেকটাই বেড়েছে। নতুন দরের তেল দেশে এসে পৌঁছানোর পর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গত দুই মাস ধরে চলছে প্রবণতা। ১০৫ টাকা লিটার দরে বিক্রি হওয়া প্রতি লিটার সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৪ টাকা দরে। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম না কমলে দেশের অভ্যন্তরীণ বাজারে সয়াবিন তেলের দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত করেছেন ব্যবসায়ীরা। সয়াবিনের পাশাপাশি অন্যান্য ভোজ্যতেলের দামও বাড়ছে।

এদিকে ব্যবসায়ীরা সয়াবিনের ওপর আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি করলেও বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি নিয়ে বিব্রত সরকার। এমন পরিস্থিতিতে করনীয় নির্ধারণে আগামী রবিবার (২৪ জানুয়ারি) ভোজ্যতেল আমদানিকারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের  উপস্থিত থাকতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সয়াবিন তেলে দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে অপরাপর ভোজ্যতেলের দামও বাড়ছে। এই সময়ে পামঅয়েল, সূর্যমুখি সরিষার তেলের দামও বেড়েছে। ভোজ্যতেলের দাম এখন এমন এক পর্যায়ে গেছে, যেখানে নিম্নআয়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তারা। তবে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের কেনার সাধ্যের মধ্যে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা  বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তিনটি সুপারিশ করেছে।

ট্যারিফ কমিশনের প্রথম সুপারিশে বলা হয়েছে, সরকার উৎপাদন ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ভ্যাট মওকুফ করলে এবং সরবরাহ খুচরা পর্যায়ে কমিশনের হার লিটারপ্রতি যথাক্রমে টাকা নির্ধারণ করলে ভোজ্যতেলের দামে ইতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয় সুপারিশ কমিশন বলেছে, ভোজ্যতেলের ওপর যে অগ্রিম কর রয়েছে, সেটি তুলে নিলেও বাজারে ভোজ্যতেলের দামে ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম কমবে। তৃতীয় সুপারিশে বলা হয়েছে, আমদানি মূল্যে শতকরা হারের পরিবর্তে টনপ্রতি নির্দিষ্ট হারে ভ্যাট আরোপ করলেও সুফল পাওয়া যাবে। কমিশন বলছে, আমদানিকারকদের দুই পর্যায়ে ভ্যাট অব্যাহতি, অগ্রিম কর প্রত্যাহার এবং সরবরাহ খুচরা পর্যায়ে কমিশন যৌক্তিক করলে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১১০ টাকার মধ্যে রাখা যাবে।

আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাতে গত এক মাসে পাইকারি বাজারে মণপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে কমপক্ষে ৪০০ টাকা। গত ডিসেম্বর থেকে দেশে ভোজ্যতেলের দাম বাড়ার যাত্রা নতুন বছরেও অব্যাহত রয়েছে। দাম বাড়ার গতিও বেড়েছে আগের তুলনায়। এখন পাইকারি পর্যায়ে প্রতি মণ সয়াবিন বিক্রি হচ্ছে তিন হাজার ৩৮০ টাকায়। যা গত ডিসেম্বরে ছিল তিন হাজার টাকার কম। সয়াবিনের মতো পাম অয়েল সুপার সয়াবিনের দামও গত এক মাসে ৪০০ টাকা বেড়েছে।

এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৯ সালের মাঝামাঝি প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি মূল্য ছিল ৬৫৪ ডলার। এতে ভ্যাট দাঁড়ায় আট হাজার ৭০০ টাকা, প্রতি লিটারে আট টাকা ৭০ পয়সা। গত ২০ ডিসেম্বর বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টনপ্রতি ৭৯৪ ডলারে উঠেছে। দরের ওপর নতুন বাজেটের ভ্যাট কাঠামো অগ্রিম কর বিবেচনায় নিলে সরকারের রাজস্ব দাঁড়াবে লিটারে ১৪ টাকা ৮৫ পয়সা, ২০১৯ সালের মে মাসের তুলনায় লিটারে প্রায় ছয় টাকা বেশি।

প্রসঙ্গে ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘বিশ্ববাজারে নভেম্বরে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল টনপ্রতি ৭১০ ডলার, এখন তা এক হাজার ডলার ছাড়িয়েছে। একইভাবে ৬০০ ডলারের পাম অয়েল এখন ৮৫০ ডলার। এভাবে দাম বাড়লে এর প্রভাবতো বাজারে পড়বেই।  এটি কীভাবে সহনীয় রাখা যায়, তা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আগামী রবিবার আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈঠক রয়েছে।

দেশের বাজারে গত নভেম্বর ডিসেম্বর মাসে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সাত টাকা পাম সুপার তেলে ১৬ টাকার মতো বেড়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীর্ষ বাজার হিস্যাধারী কয়েকটি কোম্পানি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়েছে। তারা বলছে, বিশ্ববাজারের দাম যে হারে বাড়ছে, তাতে দেশে না বাড়িয়ে উপায় নেই।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগের তুলনায় বাজারে এখন সয়াবিনসহ ভোজ্যতেলের দাম ১৯ থেকে ২৩ শতাংশ বেশি।

ভোজ্যতেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সয়াবিনের উৎস ব্রাজিল, আর্জেন্টিনা প্যারাগুয়েতে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম এক হাজার ১৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ এক হাজার ৩০০ ডলারে উঠেছিল।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজারে ভোজ্যতেল সরবরাহে কোনও ঘাটতি নাই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোজ্যতেলের সরবরাহ ছিল

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image